ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

গণধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা!
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

ভারতের হরিয়ানায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে জেনে তাকে হত্যা করে আত্মহত্যা করেন স্বামী। নির্মম এই ঘটনা ঘটেছে গত মঙ্গলবার (১৮ আগস্ট)।

ওই ব্যক্তি আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট লিখেছেন। সুইসাইড নোটে তিনি লিখেন, অভিযোগ করতে চেয়েছিলাম পুলিশে। কিন্তু স্ত্রী জানান, কোনো লাভ হবে না। অপরাধীদের খুন করে দেওয়ার জন্যও স্ত্রী আমায় বলেন। কিন্তু আমি তাতে রাজি হয়নি। কারণ, আমি অপরাধী হয়ে যাব। এরপরই উপায়ান্তর না দেখে স্ত্রীকে মেরে আত্মহত্যা করার পরিকল্পনা করি। এ ছাড়া আমাদের সামনে আর কোনও উপায় ছিল না।

এ ঘটনার পর নিহত ওই নারীর ভাই জানিয়েছেন, বোনের মৃত্যুর খবর পেয়ে তিনি এসেছিলেন। কিন্তু এসে দেখেন তার ভগ্নিপতিও আত্মহত্যা করেছেন। নারীর গলায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি নিজে আত্মঘাতী হয়েছেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর