ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

ন্যাটোতে আরও দুই সদস্য আসছে, বললেন বরিস জনসন
অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন

ন্যাটোর নেতারা এখন সামিটে (সম্মেলনে) স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থান করছেন। ভেন্যুর বাইরে গণমাধ্যমে সাক্ষাৎকারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যদি ছোট ন্যাটোর প্রত্যাশা করে থাকেন তাহলে পুতিন ভুলের মধ্যে আছেন। তিনি আরও বৃহৎ ন্যাটো পেতে যাচ্ছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, এই মন্তব্য করার মধ্য দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোতে অন্তর্ভুক্ত হওয়ার ইঙ্গিত দিলেন। এর আগে গতকাল তুরস্ক ন্যাটোতে যোগদানে স্ক্যান্ডিনেভিয়ান দেশদুটির ওপর আপত্তি প্রত্যাহার করে নেয়। এর ফলে দেশ দুটির ন্যাটোতে যোগদানে বাধার অবসান হয়েছে।

ন্যাটো সম্মেলনের পূর্বে গণমাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ন্যাটোতে আমরা আরও দুই সদস্য ফিনল্যান্ড, সুইডেনকে পেতে যাচ্ছি।  জোটের জন্য এটাকে তিনি ব্যাপক অগ্রগতি হিসেবে মন্তব্য করেন।

বরিস জনসন বলেন, ইউক্রেনের সমর্থনে আরও কী করা যায় এবং গত কয়েক মাসে কী শিক্ষা নেওয়া যায় সম্মেলনে তা আলোচনা করা হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল  



এই পাতার আরো খবর