ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

পশ্চিমতীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ইসরায়েলের
নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের মার্চ থেকে ইসরায়েল পশ্চিম তীরে শত শত অভিযান চালিয়েছে

ইসরায়েলি বাহিনী পশ্চিমতীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। সোমবার এক অভিযানে  অধিকৃত পশ্চিমতীরের রামাল্লাহর কাছে এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জালাজুন শরণার্থী ক্যাম্পের কাছে দুই ফিলিস্তিনিকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সেনাদের বিরুদ্ধে আক্রমণ পরিকল্পনায় অভিযুক্ত দুই ফিলিস্তিনিকে নিষ্ক্রিয় করেছে তারা।

এই ঘটনার আগে পশ্চিমতীরে এক সেনাসহ কয়েকজন ইসরায়েলি আহত হন। এর জেরে ওই অঞ্চলে আতঙ্ক বিরাজ করছিল। এর আগে গত বুধবার উত্তর জেনিনে ইসরায়েলের অভিযানে চার ফিলিস্তিনি নিহত হন। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিমতীর দখল করে। সেই থেকে ইহুদি দেশটি ফিলিস্তিনিদের স্থল, সড়ক, জল ও আকাশপথে অবরুদ্ধ করে রেখেছে। সূত্র: আল আরাবিয়া 



এই পাতার আরো খবর