ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

জ্বালানি নিরাপত্তায় রাশিয়ার সঙ্গে গভীর সম্পর্ক গড়বে চীন: শি জিনপিং
অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

জ্বালানি নিয়ে রাশিয়ার সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়ার কথা জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, চতুর্থ চীন-রাশিয়া এনার্জি ফোরামের বার্তায় শি জিনপিং এই মন্তব্য করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি অংশীদারিত্ব গঠন করতে রাশিয়ার সঙ্গে চীন একত্রে কাজ করতে আগ্রহী। একইসঙ্গে পরিচ্ছন্ন ও সবজ এনার্জি উন্নয়ন এবং যৌথভাবে আন্তর্জাতিক জ্বালানি রক্ষণাবেক্ষণ করতেও আগ্রহী।

আল জাজিরার খবরে বলা হয়েছে, দুই ব্যবসায়িক অংশীদার রাশিয়া ও চীন এমন সময় ব্যবসা সংক্রান্ত ফোরামের বৈঠকে বসল যখন জি-৭ রাশিয়ার তেলের মূল্য বেঁধে দিতে যাচ্ছে। আগামী ৫ ডিসেম্বর থেকে জি-সেভেনের বেঁধে দেওয়া মূল্য কার্যকর  হবে। ইউক্রেনে যুদ্ধ করতে রাশিয়ার ফান্ড কমাতে জি-৭ এই উদ্যোগ নিয়েছে।  সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর