ঢাকা, সোমবার, ১৭ জুন, ২০২৪

আজকের পত্রিকা

গাজায় গণহত্যা: এবার ইসরায়েলের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে মিশর
অনলাইন ডেস্ক

গাজা গণহত্যার প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলায় এবার যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। 

রবিবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যামূলক আগ্রাসন বাড়িয়ে চলায় এই পদক্ষে নেয়া হয়েছে।   মিশরের এই পদক্ষেপ ইসরায়েলের জন্য কঠোর কূটনৈতিক বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা।

মিশরের এই ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক পরিচালক অ্যালন লিয়েল এক প্রতিক্রিয়ায় আল জাজিরাকে বলেন, এই পদক্ষেপটি ইসরায়েলের জন্য একটি ‘অবিশ্বাস্য কূটনৈতিক আঘাত’।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর