ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

'কলেবরে তোমারই কলরব'
অনলাইন ডেস্ক

দুর্নামে সঙ্গিন হয়েছে আমার কলম,

আদি পৃষ্ঠে লিখে চলে কালি, লিখে চলে স্বীকারোক্তিনামা।

এভাবেই শুরু, এভাবেই ক্রমশ কবিতার নিবিড় গাঢ় অন্ধকারে ডুবে যাবেন পাঠক। অবশেষে দেখতে পাবেন, কাব্যভাবনার দুয়ার খুলে দাঁড়িয়ে আছেন আব্দুল্লাহ শুভ্র, হাতে 'কালো জোছনার লাল তারা'। নতুন ও প্রাণগ্রাহী ৯৬টি কবিতার এ সংকলনে পাঠক নতুন করে নিজেকে আবিষ্কার করতে পারবেন। কবিতাগুলোতে উঠে এসেছে নিজেকে মেলে ধরবার প্রয়াস, যা কবিকে এক নতুন ও অনুভূতিপূর্ণ মাত্রায় তুলে ধরবে। 

'কালো জোছনার লাল তারা' বইয়ের কবিতাগুলো নারী ও নিসর্গ, কবিতা ও মৃত্যু- রোমান্টিকতার সবগুলো সড়কেই পদচারণা করেছে। রোমান্টিকতার গুণগুলোর কারণে তার কবিতায় নারী যতটা না শরীরী তার চেয়েও বেশি কল্পলোকবাসিনী বা অধরা। তার কবিতায় বিচ্ছেদ এক অদ্ভুত নান্দনিকতা নিয়ে উপস্থিত। এখানে বিচ্ছেদ যেন শিল্পের দায়বদ্ধতা। আর সব শেষে, তার কবিতা যেন রোমান্টিক-মানসের সগৌরব উপস্থাপনা।

বিডি প্রতিদিন/এনায়েত করিম



এই পাতার আরো খবর