ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

জেএসসি-জেডিসি পরীক্ষায় নম্বর ও বিষয় কমছে: সচিব
অনলাইন ডেস্ক

ছাত্র-ছাত্রীদের উপর চাপ কমাতে আগামী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা থেকে নম্বর ও বিষয় কমানো হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

রবিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এনসিসিসি'র সভা শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভগের সচিব মো. সোহরাব হোসোইন সাংবাদিকদের একথা জানান। তবে এবছর পরীক্ষায় এমসিকিউ থাকবে বলেও তিনি জানান।

সোহরাব হোসোইন বলেন, শিশু শিক্ষার্থীদের উপর চাপ কমানোর উদ্যোগ নিয়েছি। আপাতত কিছু বিষয় কমানো যায় কি-না, কমালে এবছর থেকে বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

বিষয় কমানো কেমন হবে তারও একটা ধারণা দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভগের সচিব বলেন, এমন হতে পারে যে সিলেবাসের পুরোটাই থাকবে, কিন্তু এক বছর এক অংশ থাকবে, পরের বছর অপর অংশ।   বিডি-প্রতিদিন/২৭ মে, ২০১৮/মাহবুব



এই পাতার আরো খবর