ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে সংগীতজ্ঞ সুজেয় শ্যাম
অনলাইন ডেস্ক
সুজেয় শ্যাম

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠযোদ্ধা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক সুজেয় শ্যাম করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুজেয় শ্যামের মেয়ে লিজা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবার ফুসফুসে সমস্যা রয়েছে। এছাড়াও উনার শ্বাসকষ্ট হচ্ছে। তাই চিকিৎসক মনে করছেন তিনি করোনা আক্রান্ত হতে পারেন। আজকে দুপুরে হাসপাতাল থেকে তার করোনার নমুনা নেওয়া হবে। তারপর আমরা জানতে পারব আসলে উনি করোনা পজেটিভ নাকি নেগেটিভ।

দেশের চলচ্চিত্রের গানে অসাধারণ অবদান রেখে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে এ পর্যন্ত ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সুজেয় শ্যাম। হাছন রাজাকে নিয়ে নির্মিত ‘হাছন রাজা’ (২০০২) চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে লাভ করেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

বিডি প্রতিদিন/আল আমীন



এই পাতার আরো খবর