ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

টোকিওতে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

জাপানের রাজধানী টোকিওতে ‘গণহত্যা দিবস’ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। টোকিওর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিবসটি পালন করা হয়। ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে বর্বরতার শিকার শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে দিবসটির মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও জাপানি বন্ধুসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আলোচনা অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা গণহত্যা দিবসের তাৎপর্য বর্ণনা করে তার বক্তব্যে উল্লেখ করেন, তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী সেদিন বাঙালি নিধনের যে পাশবিক আনন্দে মেতে উঠেছিল, সেটা ছিল হাজার বছরের বাঙালি জাতিসত্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা বাস্তবায়নে ইতিহাসের নিকৃষ্টতম এক কলঙ্ক। 

তিনি আরও বলেন, সার্থক সেই পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়েই জাতি মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মাহুতির প্রতি চিরন্তন শ্রদ্ধা প্রকাশে সক্ষম হবে। শহীদের সেই আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্বের সামনে ন্যায় বিচারের দাবি তুলে ধরতে বিশেষ করে সমবেত বাংলাদেশিদের প্রতি তিনি আহ্বান জানান।

বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৭/হিমেল



এই পাতার আরো খবর