ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

রোমে পৌঁছেছেন ইতালির নয়া রাষ্ট্রদূত
ইতালি প্রতিনিধি:

ইতালির এসে পৌঁছেছেন বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. শামীম আহসান। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় এমিরেটস এয়ারলাইন্সে শেষ কর্মস্থল নাইজেরিয়া থেকে রোমের আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চি এসে পৌঁছেন। এ সময় রোম বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নতুন রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান। 

দূতাবাস সূত্রে জানা গেছে, সাড়ে ১২টায় রোম বিমানবন্দরে নেমে আনুষ্ঠানিকতা শেষে তিনি তার বাসভবনে চলে যান। সবকিছু ঠিক থাকলে সোমবার থেকে রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করার কথা রয়েছে তার। 

নবনিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবাহান সিকদারের স্থলাভিষিক্ত হলেন। বিসিএস ১১তম ব্যাচের এই কূটনীতিক ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। কর্মময় জীবনে ২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেন। শামীম আহসান ১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর বরিশালের পিরোজপুরে জন্মগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর