ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

তবুও শীর্ষ ক্যাটাগরিতেই সরফরাজ
অনলাইন ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মাত্র দুই দিন আগেই সরফরাজ আহমেদের অধিনায়কত্ব কেড়ে নিয়েছে। এরপরই পিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে সরফরাজের শ্রেণীভুক্তি বা ক্যাটাগরি নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে পিসিবি আজ রবিবার তিন ফর্মেটের দলে থাকা বিদায়ী অধিনায়ক সরফরাজকে কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরি ‘এ’ শ্রেণীতে রাখার বিষয়টি নিশ্চিত করেছে।

সরফরাজকে নিচের কেন্দ্রীয় চুক্তিতে ক্যাটাগরিতে নামিয়ে দেয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে পিসিবি’র এক মুখপাত্র জানান, আগামী বছর জুলাই মাস পর্যন্ত তিনি শীর্ষ ক্যাটাগরিতেই থাকবেন।

মুখপাত্র বলেন, ‘যেহেতু তিন ফর্মেটের দলেই তাকে পাওয়া যাচ্ছে তাই কেন্দ্রীয় চুক্তিতে কোনো পরিবর্তন আনা হবে না।’ ‘এ’ শ্রেনীভুক্ত অপর দুই খেলোয়াড় হচ্ছেন- পাকিস্তান টি-২০ দলের নবনিযুক্ত অধিনায়ক বাবর আজম ও লেগ স্পিনার ইয়াসির শাহ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম



এই পাতার আরো খবর