ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

দুই-একজন ক্রিকেটার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন : পাপন
অনলাইন ডেস্ক

দুই-একজন ক্রিকেটার খেলা বয়কটের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ধর্মঘটে যাওয়ার একদিন পর বিসিবির জরুরি বৈঠক শেষে মঙ্গলবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিসিবি প্রধান বলেন, "এটা ক্রিকেটকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত। এটা নিয়ে বাইরের দু-একজন কাজ করছে। ক্রিকেটারদের ভেতরেও দু-একজন হয়তো আছে। আমরা খুঁজে বের করতে চাই। ধীরে ধীরে সবই বের হবে। আপনারা আস্তে আস্তে সবই জানতে পারবেন।"

তিনি আরও বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ক্যাম্প ও খেলা বয়কট করা পরিকল্পিত। এছাড়াও আন্দোলনে দুই-একজন ছাড়া বাকীরা জেনেশুনে আসেননি।

এর আগে, জাতীয় লিগের পারিশ্রমিক বাড়ানো, কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগসহ ১১টি দাবি তুলে ধরেন সাকিব-মুশফিক-নাঈমসহ দেশের সিনিয়র ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে ১০ জন ক্রিকেটার ১১টি দাবি তুলে ধরেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

 



এই পাতার আরো খবর