ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

বার্সা-মেসি ‘দ্বন্দ্ব’ নিয়ে মুখ খুললেন ম্যারাডোনা, জানালেন নিজের অভিজ্ঞতাও
অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক দিয়েগো ম্যারাডোনা জীবনের পথচলায় ৬০ বছর পূরণ করলেন শুক্রবার। জন্মদিন উপলক্ষে আর্জেন্টাইন পত্রিকা ক্লারিনকে দেওয়া সাক্ষাৎকারে লিওনেল মেসি ও বার্সেলোনা বিতর্ক নিয়ে কথা বলেন তিনি।

ম্যারাডোনা বলেন, “আমি জানতাম, এটি বাজেভাবে শেষ হতে চলেছে। আমি ভেবেছিলাম লিও চলে যাবে। আমার ক্ষেত্রেও এমনটা হয়েছিল।”

“বার্সেলোনা কোনো সহজ ক্লাব নয়। সে অনেক বছর ধরে সেখানে আছে। তার সঙ্গে তারা তেমন আচরণ করেনি, যতটা তার প্রাপ্য। সে তাদের সব কিছু দিয়েছে। তাদের সাফল্যের চূড়ায় নিয়ে গেছে। একদিন সে ক্লাব ছাড়তে চাইল এবং তারা তাকে না বলে দিল।”

ম্যারাডোনা বার্সেলোনার সঙ্গে মেসির বিষয়টির তুলনা করলেন নাপোলিতে থাকার সময় তার নিজের অভিজ্ঞতার সঙ্গে।

“মার্সেই দ্বিগুণ বেতন দিতে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তখন আমি নাপোলিতে। ক্লাব প্রেসিডেন্টকে বললাম, আমাকে যেতে দাও। তিনি আমাকে আশ্বস্ত করে বললেন, আমরা যদি উয়েফা কাপ জিতি তাহলে তিনি আমাকে যেতে দেবেন। আমরা যেদিন জিতলাম, তার অফিসে গিয়ে তাকে বললাম, আমি চলে যাচ্ছি, কিন্তু তিনি আমাকে যেতে দেননি।”

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর