ঢাকা, সোমবার, ৩ জুন, ২০২৪

আজকের পত্রিকা

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ম্যান ইউ’য়ের, ক্ষুব্ধ সমর্থকরা
অনলাইন ডেস্ক

আরবি লেইপজিগের কাছে হেরে ইউরোপ সেরার টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হল ম্যানচেস্টার ইউনাইটেডের। শুরুটা ভালো করেও গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে পারফরম্যান্সে চরম ভরাডুবির কারণে সোল্কজায়েরের দলের ঠিকানা এবার ইউরোপা লিগ। 

প্রথম লেগে ঘরের মাঠে ৫-০ গোলে হারালেও গতবারের সেমিফাইনালিস্ট আরবি লেইপজিগের কাছে গ্রুপের শেষ ম্যাচে ২-৩ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে মঙ্গলবার বিদায় নিশ্চিত হল ম্যান ইউ’য়ের। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন সমর্থকেরা।

কেউ লিখেছেন, ভাবতে অবাক লাগছে কয়েক সপ্তাহ আগে যে দলটাকে পাঁচ গোলে হারিয়েছিল, আজ তাদের কাছে হেরেই বিদায় হল। কেউ আবার লিখেছেন, প্রথম দু’টি ম্যাচে পিএসজি এবং আরবি লেইপজিগকে হারানোর পর বাকি চার ম্যাচে সম্ভাব্য ১২ পয়েন্টের মধ্যে থেকে আমাদের মাত্র ৪ পয়েন্ট প্রয়োজন ছিল। আমরা সেটা অর্জনেও ব্যর্থ হলাম। আমরা সত্যিই পরের গ্রুপের যোগ্যতা অর্জনের যোগ্য নই। সবমিলিয়ে দলের হতাশাজনক ফলাফলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের আগুন। 

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর