ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

আজকের পত্রিকা

ফ্রি হচ্ছে হোয়াটসঅ্যাপ!
অনলাইন ডেস্ক

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার বিনা পয়সায় মিলবে। এর আগে সংস্থাটিকে বার্ষিক এক ডলার সাবসক্রিপশন ফি দিতে হতো। গত সোমবার হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জান কউম হোয়াটসঅ্যাপের ওপর থেকে সাবসক্রিপশন ফি তুলে নেওয়ার ঘোষণা দেন।

সংস্থার নিজস্ব ব্লগে তিনি জানান, এবার থেকে আর মেসেজ ব্যবহারকারীদের কাছ থেকে বার্ষিক ফি নেওয়া হবে না। গ্রাহকদের কাছে ব্যবসায়ীরা যাতে নোটিফিকেশন পাঠাতে পারেন, সে উপায়ে অর্থ আয়ের পরিকল্পনা থেকে গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ ফ্রি করে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ১৯ কোটি মার্কিন ডলারের বিনিময় হোয়াটস্যাপ কিনে নেয় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আনুমানিক এক কোটি। নিঃসন্দেহে বিনামূল্য হয়ে গেলে ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে।

বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৬/মাহবুব

 



এই পাতার আরো খবর