ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

এবার মঙ্গলগ্রহে রোবটের সেলফি!
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

চীনের পাঁচিলের ওপরে সেলফি, আইফেল টাওয়ারে সেলফি কিংবা স্ট্যাচু অফ লিবার্টির সামনে সেলফির কথা তো অনেক শোনা গেছে। এবার সামনে এল মঙ্গলগ্রহে সেলফির কথা। না কোনও রক্তমাংসের মানুষ নয়, এই সেলফি নিয়েছে মঙ্গলের মাটিতে পাঠানো নাসার যন্ত্রযান কিউরিওসিটি রোভার। 

মঙ্গলগ্রহের মার্টিন ল্যান্ডস্কেপের ভেরা রুবিন ব্রিজ এলাকায় একটি ৩৬০ ডিগ্রি সেলফি নিয়ে নাসার বৈজ্ঞানিকদের কাছে পাঠিয়েছে সে। ঠিক সেই মুহূর্তে মঙ্গলের ওই এলাকায় চলছিল ধুলো ঝড়। তাই এই ছবি থেকে মঙ্গলের ধুলোঝড় থেকে অনেক নতুন তথ্য পাওয়া যাবে।

ঝড়ের জেরে রোভারের দেহেও ধুলোর প্রলেপ পড়েছে। সেই ছবিও দেখা গিয়েছে সেলফিতে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলের মাটি থেকে নতুন কিছু পাথরের নমুনা সংগ্রহ করেছে রোভার। এবার সেই পাথরগুলিকে ভেঙে তার ছবি তুলে সে পাঠাবে পৃথিবীতে। তার থেকেও বেশ কিছু নতুন তথ্য পাওয়া যাবে। ইতিমধ্যেই পাথরের ওপরের অংশের যে ছবি সে পাঠিয়েছে, তার থেকেই বেশ কিছু নতুন তথ্য মিলেছে বলে জানান বিজ্ঞানীরা।

বিডি প্রতিদিন/১১ সেপ্টেম্বর ২০১৮/হিমেল



এই পাতার আরো খবর