ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

রহস্যময় এক ভিডিও ঘিরে তুমুল হট্টগোল, কী লুকাচ্ছে নাসা?
অনলাইন ডেস্ক
এই সেই নীল আলো

চন্দ্রাভিযানের ভিডিও ও তার সত্যতা নিয়ে নাসা'কে নানা প্রশ্নে প্রায়ই কোণঠাসা করেন নানা দেশের বিজ্ঞানীরা। এবার সেই অধ্যায়েই নতুন সংযোজন। একটি নীল আলো আর তাকে নিয়ে লুকোচুরি তুলে দিচ্ছে প্রশ্ন, আদতে কী লুকচ্ছে নাসা?

সম্প্রতি নাসা'র একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি নাসা'র আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে তোলা। দেখা যাচ্ছে, মহাকাশের লাইভ ভিডিও তুলছে নাসা। সেই ভিডিওতেই ধরা পড়েছে, হঠাৎ করে একটি নীল আলো চোখে পড়তেই নাসা তাদের লাইভটি বন্ধ করে দিচ্ছে। দেখা যাচ্ছে, ক্যামেরা বন্ধের পরে একটি কণ্ঠ দর্শকদের উদ্দেশ্যে বলছে ‘‘অপেক্ষা করুন’’।

একই সঙ্গে একটি বার্তায় বলা হয়, স্পেস স্টেশনে সিগন্যালের সমস্যার জন্য ভিডিওটি বন্ধ করা হচ্ছে। এখানেই ঝামেলা বেধেছে। উৎসাহীরা বলছেন, নাসা কিছু লুকাচ্ছে। এই নীল আলোটি সম্ভবত একটি ইউএফও, যার সম্পর্কে নাসার কাছে তথ্য রয়েছে।

তাদের যুক্তি, ইউরোপিয়ন স্পেস এজেন্সি যদি স্পেস স্টেশনের বাইরের সব কিছু প্রকাশ্যে দেখাতে পারে, নাসা'র এত লুকোচুরি কীসের। অনেকে আবার বলছেন এসব কিছুই নয়, এটি নেহাতই একটি স্পেস আইস বল বা মহাকাশে ভাসমান বরফ খণ্ড।  

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত



এই পাতার আরো খবর