ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

ভূমিকম্পের অ্যালার্ট দেবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন
অনলাইন ডেস্ক

এবার ভূমিকম্পের অ্যালার্ট দেবে গুগলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে চালু হয়েছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের এই অত্যাধুনিক ফিচারটি। এ ধারাবাহিকতায় একদিন হয়তো অ্যান্ড্রয়েড ফোন ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে- এমন প্রত্যাশার কথাও শুনিয়েছে গুগল।

ক্যালিফোর্নিয়ার সংশ্লিষ্ট প্রশাসন ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে ফিচারটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যুক্ত করেছে গুগল। এতে একটি নির্দিষ্ট স্থানের সব ফোনে ভূমিকম্পের অ্যালার্ট পাঠানো হবে।

যেসব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ফোনে লোকেশন সুবিধা চালু করে রেখেছেন তারা ভূমিকম্পের তীব্রতা ৪.৫ মাত্রার কিংবা তার বেশি হলে সতর্কবাণী পাবেন। ওই বার্তায় ভূমিকম্পের তীব্রতা ও ঘটনাস্থল থেকে মোবাইল ব্যবহারকারীর দূরত্বের বিষয়টিও জানানো হবে।

সূত্র: এনবিসি নিউজ

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর