ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

দুই কোটি ৬০ লাখ আইডির তথ্য হাতিয়ে নিল হ্যাকাররা!
অনলাইন ডেস্ক

নেটিজেনদের জন্য আতঙ্কের খবর যে, গত দুই বছরে আমাজন,ফেসবুক, অ্যাপল এবং ই-বে’র প্রায় দুই কোটি ৬০ লাখ আইডির তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। ফক্সনিউজ অনলাইন এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

জানা গেছে, চুরি হওয়া তথ্যের মধ্যে ছিল মেইল, পাসওয়ার্ড ও ব্যক্তিগত তথ্য। হ্যাকাররা ট্রোজান-টাইপের মালওয়্যার ব্যবহার করে ২০১৮ থেকে ২০২০ এই দুই বছরে হ্যাকাররা উইন্ডোজভিত্তিক কম্পিউটার ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে প্রায় ১.২ টেরাবাইট ব্যক্তিগত তথ্য চুরি করেছে। এতে প্রায় ১০ লাখ ওয়েবসাইটের দুই কোটি ৬০ লাখ ব্যবহারকারীর সব তথ্য চুরি হয়েছে।

ফক্সনিউজ দাবি করেছে, হ্যাকিংয়ের জন্য হ্যাকাররা বিশ্বের বড় বড় ওয়েবসাইটগুলোকে টার্গেট করেছিল। এ তালিকায় রয়েছে আমাজন, ওয়ালমার্ট, ইবে, ফেসবুক, টুইটার, অ্যাপল, ড্রোপবক্স এবং লিঙ্কডইনের মতো জনপ্রিয় সাইট।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর