১৫ মার্চ, ২০১৯ ২০:৫১

'গণমানুষের মুখপত্রের ভূমিকা পালন করে বাংলাদেশ প্রতিদিন'

সুনামগঞ্জ প্রতিনিধি

'গণমানুষের মুখপত্রের ভূমিকা পালন করে বাংলাদেশ প্রতিদিন'

বাংলাদেশ প্রতিদিনের দশম বর্ষে পদার্পণে সুনামগঞ্জে আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়। 

শুক্রবার সন্ধ্যায় শহরের সুবক্ত রাজা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি উদযাপন করেন অতিথিরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলালের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ কান্তি দে, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক বিন্দু তালুকদার, এমরানুল হক চৌধুরী, এআর জুয়েল, শামসুল কাদির মিসবাহ, মাহমুদুর রহমান তারেক, কুদরত পাশা, আকরাম উদ্দিন, টিআইবির এরিয়া ম্যানেজার মাহবুব হোসেন, উন্নয়ন কর্মী পলাশ মণ্ডল, সাংবাদিক আশিস রহমান, জুবায়ের মাহমুদ পাবেল প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা হিসেবে দেশ ও জনগণের প্রতি বাংলাদেশ প্রতিদিনের দায়বদ্ধতা অনেক বেশি। প্রকাশনার পর থেকে মানুষের সুখ-দুঃখের কথা তুলে নিয়ে আসছে পত্রিকাটি। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে গণমানুষের মুখপত্রের ভূমিকা হিসেবে কাজ করবে বাংলাদেশ প্রতিদিন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর