১৬ মার্চ, ২০১৯ ১৪:৪০

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের দশ বছরে পদার্পণ উৎসব। শনিবার সকাল ১০টায় এ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। 

দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, রাঙামাটি অতিরিক্তি জেলা প্রশাসক এস এম শফি কামাল, অতিরিক্তি পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দুক হোসেন কবির, দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি স্কাউটের সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য মো. মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, বাংলাদেশের সর্বাধিক প্রচারিত, কোটি মানুষের দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন পার্বত্যাঞ্চলেও অন্যতম স্থান দখল করেছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পাহাড়ের সুবিধা বঞ্চিত মানুষের খবর তুলে ধরে এ অঞ্চলকে এগিয়ে নিতে সহযোগিতা করছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন বস্তুনিষ্ঠ ও বাস্তব চিত্র তুলে সংবাদ পরিবেশনের পাশাপাশি কোটি মানুষের মন জয় করতে সক্ষম হয়ছে। ভবিষ্যতেও বাংলাদেশ প্রতিদিনের অগ্রযাত্রার সফলতা কামনা করেন তিনি।

এর আগে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের দশ বছরে পর্দাপণ উপলক্ষে প্রত্রিকাটির রাঙামাটি জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমুকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানান রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। একই সাথে রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সুলতান মহামুদ চৌধূরী বাপ্পাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতীক সংগঠনের নেতারাও ফুল হাতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের দশ বছরে পদার্পণ উৎসবে অংশগ্রহণ করেন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর