শিরোনাম
১৬ মার্চ, ২০১৮ ২১:১৪
চট্টগ্রামে বাংলাদেশ প্রতিদিনের সুধী সমাবেশ

সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী ভূমিকার প্রশংসা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী ভূমিকার প্রশংসা

বাংলাদেশ যে হারে উন্নতি করতে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মিডিয়া। বাংলাদেশে প্রতিদিন মিডিয়া জগতের নেতৃত্ব দিয়ে দেশের উন্নয়ন তরান্বিত করছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী ভূমিকা এবং গণমাধ্যম কর্মীদের পেশাগত মান উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ প্রতিদিন।

শুক্রবার বাংলাদেশ প্রতিদিনের নবম বর্ষে পর্দাপণ উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত সুধী সমাবেশে এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন তিনি। এছাড়াও একাধিক দফায় কেক কাটেন অতিথিবৃন্দ। বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো চীফ ও বিশেষ প্রতিনিধি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, সিএমপি কমিশনার ইকবাল বাহার বিপিএম-পিপিএম, চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক শাহাজাদা মহিউদ্দিন, দৈনিক জনকন্ঠের ডেপুটি এডিটর মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. বেনু কুমার দে, ড. জ্বিনবোধী ভিক্ষু, ড. মোহাম্মদ ইদ্রিস আলী, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক সভাপতি সৈয়দ লকিয়ত উল্লাহ, সম্মিলিত আবৃত্তি জোট সভাপতি অঞ্চল চৌধুরী, নারী নেত্রী রেহেনা কবির রানু, সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ পরিচালক কাজী মহসিন, জুনিয়র চেম্বার প্রতিষ্টাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, বর্তমান সভাপতি গিয়াস উদ্দিন, গ্রুপ থিয়েটার ফোরামের সাইফুল আলম বাবু, নাট্যজন জাহাঙ্গীর আলম,  টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব ও সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, আবসার মাহফুজ, জুবায়ের সিদ্দিকী, চৌধুরী আহসান খুররম, নীলরতন বড়ুয়া, এক্স কাউন্সিলর ফোরাম সমন্বয়কারী জামাল উদ্দিন, কাউন্সিলর জহর লাল হাজারী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন রেজা, যুব নেতা ফরিদ মাহমুদ, উন্নয়ন সংগঠক উৎপল বড়ুয়া, জহুর আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দিন চৌধুরী রাজু, সুচিন্তা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী এ্যাড জিনাত সোহান চৌধুরী, শিল্পী লোপা মুৎসুদ্দী, আইনজীবী নেতা জোবায়দা সরওয়ার নীপা, নারী নেত্রী নবুয়াত আরা সিদ্দিকী, কাবেরী আইচ, রুমকী সেন গুপ্ত,  বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহিম, যুব নেতা সুমন দেব নাথ, হেলাল উদ্দিন, তারুণ্যের উচ্ছাস মুজাহিদুল ইসলাম, ছাত্রদল চট্টগ্রাম মহানগর সভাপতি গাজী সিরাজ উল্লাহ, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন কচি,  এ্যাড. টিপু শীল জয়দেব, পরিবর্তন- চট্টগ্রাম সদস্য সচিব এহসান আল কুতুবী প্রমুখ। এছাড়াও শুভেচ্ছা জানান পুজা উৎযাপন পরিষদ, পেশাজীবি সমন্বয় পরিষদ, বোধন, মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সংগঠন।

অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রামের জন্য বাংলাদেশে প্রতিদিনে আলাদা পাতা দাবি করেছেন। একই সাথে চট্টগ্রামের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার চিত্র সুনীপুন ভাবে তুলে ধরার জন্য পত্রিকাটির ভূমিকার ভুয়সি প্রশংসাও করেন তারা। শুধু প্রচার সংখ্যায় নয়, পাঠক জনপ্রিয়তায় এখন শীর্ষে অবস্থান করছেন। দেশের সেরা এ দৈনিক। অনুষ্ঠানে আগতরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বশীলরা ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রতিদিনকে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর