শিরোনাম
১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:১১

বইমেলায় পান্থ আফজালের ‘তারার মুখে তারার গল্প’

অনলাইন ডেস্ক

বইমেলায় পান্থ আফজালের ‘তারার মুখে তারার গল্প’

সাংবাদিক পান্থ আফজাল, নিজে একজন সাংস্কৃতিক কর্মী। যুক্ত রয়েছেন থিয়েটার এবং আবৃত্তি সংগঠনের সঙ্গে। অন্যদিকে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার ফলে দেশের সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সংগঠকদের সঙ্গে তাকে নিবিড়ভাবে কাজ করতে হয়। 

তাদের অনেকের সঙ্গে পেশাগত কারণে অন্তরঙ্গ আলাপচারিতার সুযোগ হয়েছে তার। এরকম বিশিষ্ট ৫১ জন সাংস্কৃতিক কর্মীর সাক্ষাতকার নিয়ে বই প্রকাশ ‘তারার মুখে তারার গল্প’। 

বইটিতে সংগীত, নাটক, থিয়েটার, নৃত্য, আবৃত্তি, চলচ্চিত্র বিষয়ে দেশি-বিদেশি খ্যাতিমান একাধিক ব্যক্তির মুল্যবান আলাপচারিতা স্থান পেয়েছে। 

এটিতে তাদের ব্যক্তি, সাংস্কৃতিক জীবন, কর্ম-অভিজ্ঞতা নানা দিক উঠে এসেছে। ‘তারার মুখে তারার গল্প’ বইটি বইমেলায় নিয়ে এসেছে ‘দেশ পাবলিকেশন্স’। মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। বইমেলার ৩৮৮-৩৮৯ নম্বর স্টলে শ্রীঘ্রই পাওয়া যাবে বইটি। 

এছাড়াও এটিতে রকমারী ডটকম অনলাইনে পাঠকরা অর্ডার দিয়ে কিনতেও পারবেন। 

পান্থ আফজাল জানান, এটি আমার প্রথম বই। দেশি-বিদেশি রঙ্গিন অঙ্গনের তারকাদের সঙ্গে আলাপচারিতা, আড্ডাসহ বিভিন্ন অজানা বিষয় এই বইটিতে তুলে ধরেছি। আশা করছি সুখপাঠ্য বইটি পাঠকের আনন্দ দেবে।’

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর