১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৪৬

বইমেলায় অরপি আহমেদের চারটি বই

প্রেস বিজ্ঞপ্তি

বইমেলায় অরপি আহমেদের চারটি বই

অমর একুশে গ্রন্থমেলায় লেখক ও সাংবাদিক অরপি চারটি বই প্রকাশিত হয়েছে। জয় বাংলা স্লোগানের ইতিহাস উৎপত্তি নিয়ে গবেষণামূলক বই 'অগ্নিঝরা স্লোগান জয় বাংলা' এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল সফরকে নিয়ে লেখা ভ্রমণ কাহিনী 'ক্ষণিক দাঁড়াও পথিক'। মুজিববর্ষ উপলক্ষে এই দুটি বই প্রকাশ করেছে সময় প্রকাশন। বই দুইটি এখন বইমেলায় সময় প্রকাশনের স্টলে পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, অরপি আহমেদের সাইফাই স্পিরিচুয়াল ফ্যান্টাসিভিত্তিক হিরো সিরিজের ৭ম উপন্যাস 'জ্বীন পরী ভালোবাসা' ও ছোটদের ছড়ার বই 'ধামীয়ান' প্রকাশ করেছে অনন্য প্রকাশনী। এই বই দুইটিও এখন পাওয়া যাচ্ছে বইমেলায়। বইগুলোর প্রচ্ছদ করেছেন দেশবরণ্য প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। এ নিয়ে বইমেলায় লেখকের ২৩টি বই প্রকাশিত হল।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর