৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:১৩

জাহিদ আকবরের 'উধাও'

অনলাইন ডেস্ক

জাহিদ আকবরের 'উধাও'

দেশের জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর। সঙ্গীত প্রিয় মানুষ তাকে গীতিকার হিসেবে চিনলেও এবার কথাসাহিত্যিক পরিচয়ে ভক্তদের মাঝে হাজির হয়েছেন তিনি। মেলায় এসেছে জাহিদ আকবরের উপন্যাস ‘উধাও।’ 

দেশের শীর্ষ সারির গীতিকার হলেও কথাসাহিত্যে আনুষ্ঠানিক প্রবেশ এই উপন্যাস দিয়ে। সরল ঝলমলে গদ্যে বর্ণিত হয়ে প্রবাহিত হয়েছে গল্প ধারা। এই উপন্যাসটি এরই মধ্যে পাঠকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। 

প্রথম উপন্যাস ‘উধাও’ নিয়ে বইমেলায় হাজির হয়েছেন জাহিদ আকবর। এটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান প্রিয়মুখ। প্রিয়মুখের প্রকাশক আহমেদ ফারুকও জানালেন উপন্যাসটির ভালো সাড়া পাওয়ার কথা। 

কথা সাহিত্যে প্রবেশ সম্পর্কে জাহিদ আকবর বলেন, আমি মূলত একটা গল্প বলতে চেয়েছি। সেই তাড়না থেকেই এই উপন্যাস লেখা শুরু। এটাকে বলা যায় চলমান জীবনের একটি গল্প। এই শহরে প্রেম, অপ্রেম, পরকীয়া, লিভ টুগেদার, বন্ধুত্ব, ঈর্ষা, ক্ষোভ, রাগ ও অভিমানের গল্পই হলো ‘উধাও’। আর উপন্যাসটি দীর্ঘ ২৮টি নির্ঘুম রাত ধরে লিখেছি।’

তিনি বলেন, ‘জীবিকার তাড়নায় দিনে অফিস করতেই হয়েছে আমাকে। ওই সময়টা আমার একটা ঘোরের মধ্যে কেটেছে বলতে পারেন। প্রথম রাতে লিখেছিলাম প্রায় দেড় হাজার শব্দ। এরপর থেকেই লেখার তাড়না দিন দিন বাড়ছিল। আমার সমস্ত ভালোবাসা উজার করে বইটি লিখেছি।’

উল্লেখ্য, ‘উধাও’-এর প্রচ্ছদ করেছেন সোহেল আশরাফ। বইটি মেলায় পাওয়া যাচ্ছে প্রিয়মুখ-এর স্টলে। এছাড়াও ঘরে বসে সংগ্রহ করতে চাইলে রকমারি ডটকমে সহজলভ্য।

বিডি প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর