শিরোনাম
১১ ফেব্রুয়ারি, ২০১৮ ১৯:৩৪

বইমেলায় মানিকের উপন্যাস ও ছড়া গানের বই

অনলাইন ডেস্ক

বইমেলায় মানিকের উপন্যাস ও ছড়া গানের বই

বাংলা একাডেমি বইমেলা-২০১৮ তে জীবনমুখী গানের আলোচিত কণ্ঠশিল্পী, সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনীন মানিকের ২টি বই প্রকাশিত হয়েছে। 

বাজারে এসেছে তাঁর প্রথম উপন্যাস, ১৩তম বই ‘রোহিঙ্গা তরুণী’  এটি প্রকাশ করেছে সেভেন্টিওয়ান। আর পাওয়া যাচ্ছে বইমেলার বাংলা একাডেমি মাঠের ৬৭ নম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে। 

ফাতেমা মংডু নামের এক রোহিঙ্গা তরুণীর লড়াই-সংগ্রাম এবং রাখাইন নামের একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার দুর্দান্ত শিরহণজাগানিয়া কাহিনী নিয়ে এই উপন্যাস। দাম ১৫০ টাকা। এছাড়া কালো প্রকাশনী থেকে বেরিয়েছে আমিরুল মোমেনীন মানিকের ‘সবুজ পরীর গান’। এটি শিশুতোষ গানের বই। দৃষ্টিজুড়ানো প্রচ্ছদ এবং পাতায় পাতায় চমৎকার ছবি নিয়ে প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ৬৭০ নম্বর কালো’র স্টলে। দুটি বইয়েরই প্রচ্ছদ এঁকেছেন মাহবুব মুর্শিদ।

এ প্রসঙ্গে মানিক বলেন, ‘অন্যবারের চেয়ে এবার প্রকাশিত দুটি বই-ই ভিন্নস্বাদের। উপন্যাসের মধ্য দিয়ে পাঠক যেমন রোহিঙ্গা সংকটের জটিল সমীকরণের একটি দারুণ সমাধান পাবেন, তেমনি ছড়া গানের বইয়ের মাধ্যমে শিশু-কিশোরদের জন্য ভালোবাসার সৌরভ ছড়িয়েছি।’

আমিরুল মোমেনীন মানিক বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি’র বার্তা সম্পাদক হিসেবে কর্মরত।

বিডিপ্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর