শিরোনাম
১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০১:০২

জবি উপাচার্যের ‘মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়ন ভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জবি প্রতিনিধি:

জবি উপাচার্যের ‘মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়ন ভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক ড. মীজানুর রহমান রচিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়ন ভাবনা’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। রবিবার বিকাল ৫টায় অমর একুশে গ্রন্থমেলায় শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট চিত্রশিল্পী নাজমা আক্তার প্রধান অতিথি হিসেবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। এসময় বিশিষ্ট কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, প্রক্টর, বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং কর্মকর্তা উপস্থিত ছিলেন।  

মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। উল্লেখ্য, গ্রন্থটির প্রকাশক মেরিট ফেয়ার প্রকাশনী। অমর একুশে গ্রন্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের মেরিট ফেয়ার প্রকাশনীর ৪৮০-৪৮২ স্টলে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টলে (বাংলা একাডেমি, স্টল- ১৫) পাওয়া যাচ্ছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর