৬ ডিসেম্বর, ২০১৯ ১৬:২২

রংপুর ভক্তদের উদ্দেশে যা বললেন তাসকিন

অনলাইন ডেস্ক

রংপুর ভক্তদের উদ্দেশে যা বললেন তাসকিন

বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্ট দিয়েই আবার নিজেকে ফিরে পেতে চান জাতীয় দলের বাইরে থাকা গতিতারকা তাসকিন আহমেদ। এবার তাসকিন খেলবেন বিপিএলের দল রংপুর রেঞ্জার্সে। 

গত টুর্নামেন্টে বল হাতে দারুণ পারফর্ম করেন ডানহাতি এই পেসার। এবার রংপুরেও নিজের সেরাটা দিতে চান তাসকিন।

সেইসঙ্গে জাতীয় দলে ফেরার দিকেও চোখ থাকবে তার। তাসকিন বলেন, ‘আসলে আমার এখন লক্ষ্যই হল যেখানেই সুযোগ হোক ভালো খেলা। চেষ্টা করবো সুস্থ থাকার, চেষ্টা করছিও যেভাবে ফিট থাকা যায়। লক্ষ্যই এখন একটা সামনের বিপিএল ভালো খেলা। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো ভালো খেলার। ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে খেলার সুযোগ পাই এটাই আমার লক্ষ্য।’

বিপিএলে ভালো করার পেছনে কারণ কি? তাসকিনের জবাব, ‘আসলে বিপিএল আমি খুব উপভোগ করি। আমার খুব ভালো লাগে বাংলাদেশের সেরা টুর্নামেন্টটা। আর অনেক তারকা খেলোয়াড় থাকে, ড্রেসিংরুম শেয়ার করা হয়, তো একটা আমেজ থাকে। আমার মধ্যে একটা আনন্দ কাজ করে বিপিএলে, উপভোগ করি।’

এবারই সেই উপভোগের মন্ত্রেই সাফল্য পেতে চান তাসকিন, চান দলকে জেতাতে। ডানহাতি এই পেসারের ভাষায়, ‘আশা তো থাকবেই আগের থেকে ভালো করার। কিন্তু দিনশেষে এটা একটা খেলা। ভালো-খারাপ হবেই। আমি চেষ্টা করবো সর্বোচ্চটা দিতে প্রত্যেকটা ম্যাচে। যাতে আমার কারণে রংপুর রেঞ্জার্স ম্যাচ জিততে পারে ।’


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর