শিরোনাম
১১ ডিসেম্বর, ২০১৯ ১৪:৪৫

বিপিএলের প্রথম ম্যাচেই দর্শক খরা

অনলাইন ডেস্ক

বিপিএলের প্রথম ম্যাচেই দর্শক খরা

চোখ ধাঁধানো জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বঙ্গবন্ধু বিপিএল) পর্দা উঠেছে গত রবিবার। আর মাঠের লড়াই শুরু হয়েছে আজ। প্রথম দিনে প্রথম খেলায় মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।

অন্যবার বিপিএল শুরুর আগের দিন শেরে বাংলা স্টেডিয়াম ও তার আশপাশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চোখে পড়লেও এবার এমনটা ছিল না। অন্য সময় খেলা মাঠে গড়ানোর আগের দিন বিকেল থেকে অনেক রাত অবধি হোম অব ক্রিকেটের বাইরে অপক্ষেমান দর্শক, ক্রিকেট অনুরাগিদের ভিড় চোখে পড়তো। তবে গতকাল (মঙ্গলবার) তা ছিল না।

বুধবার চট্টগ্রাম-সিলেট ম্যাচ শুরুর আধঘণ্টা আগে যখন টস হলো, তখনও স্টেডিয়াম প্রায় পুরোটাই খালি। টসের পরও হোম অফ ক্রিকেটের পূর্ব দিকের সাধারণ গ্যালারিতে সাকুল্যে শ' দেড়েক দর্শকের দেখা মিলেছে। একই অবস্থা গ্র্যান্ড স্ট্যান্ড, ক্লাব হাউজগুলোতেও। সব মিলে দর্শক খরা শুরু থেকেই।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর