১৫ ডিসেম্বর, ২০১৯ ১৩:৩৩

স্যান্তোকির ওয়াইড-নো বল নিয়ে আলোচনা তুঙ্গে, যা বললেন পাপন

অনলাইন ডেস্ক

স্যান্তোকির ওয়াইড-নো বল নিয়ে আলোচনা তুঙ্গে, যা বললেন পাপন

ফাইল ছবি

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচেই দেখা দিয়েছে ফিক্সিং বিতর্ক। সিলেট থান্ডারের ক্যারিবীয় পেসার ক্রিসটোফার সান্তোকি করে বসেন বিশাল এক নো বল। জায়ান্ট স্ক্রিনে দেখে প্রশ্ন ওঠে নো বল নিয়ে। এরপর সন্দেহজনক একটি ওয়াইড বলও করেন তিনি। এখানেই শেষ নয়। শুক্রবার রাজশাহী রয়্যালসের বিপক্ষেও সন্দেহজনকভাবে রান আউট হয়েছেন সান্তোকি।

এ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এ বিষয়ে বিসিবি সভাপতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এটা আমাদের দেখার বিষয় নয়, এ নিয়ে কাজ করবে খোদ আইসিসির দুর্নীতি দমন ইউনিট। এখানে আমাদের কিছু করার নেই। নো বল হয়েছে, নো বল টা বড়। নো বল খুবই সাধারণ ঘটনা। এর মধ্যে অন্য কিছু আছে কিনা সেটা আমাদের দেখার কথা না। সাধারণত এটা আইসিসি দেখে।"

বিসিবি সভাপতি আরও বলেন, "এবার প্রত্যেক দলের সাথে এন্টি করাপশন ইউনিটের লোক আছে। এবং এটা ওরাই ঠিক করে দিয়েছে। আমরা কোনো ইন্টারফেয়ার করিনি। এর মধ্যে কিছু আছে কি নেই সেটা ওরা দেখবে। এটা নিয়ে আমাদের কিছু বলারও কথা না। এটা নিয়ে কথা বলার কোনো প্রশ্নই নেই।"

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর