২৭ ডিসেম্বর, ২০১৯ ০৮:২১

বিপিএল মাতাতে ঢাকায় ওয়াটসন

অনলাইন ডেস্ক

বিপিএল মাতাতে ঢাকায় ওয়াটসন

ফাইল ছবি

বড় তারকাদের অনুপস্থিতিতে এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রং অনেকটা ফিকে হয়ে গেছে। স্টেডিয়ামে দর্শক আসছে না। তবে বিপিএল রাঙ্গাতে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইট। সরাসরি চুক্তির মাধ্যমে তারকা অলরাউন্ডার ওয়াটসনকে দলে ভিড়িয়েছে রংপুর। 

ওয়াটসন বিপিএলে আসছেন, তা জানা গেছিল সপ্তাহখানেক আগেই। অজি তারকার অপেক্ষায় থাকা দলটি মাঠের ক্রিকেটে ধুঁকছে। অবশেষে ফুরাচ্ছে ওয়াটসনের জন্য রংপুরের অপেক্ষা।

আজ শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্স। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়াটসন এই ম্যাচেই মাঠে নামবেন।

প্লেয়ার ড্রাফট থেকে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়ে সাফল্য পাচ্ছে না দলটি। ওয়াটসন এর আগে কখনই বিপিএলে খেলেননি। এবারই প্রথম বাংলাদেশের টি-টোয়েন্টি লিগটিতে অংশ নেবেন তিনি। বিপিএলে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে রংপুর। ৭ দলের মধ্যে দলটির অবস্থান সপ্তম স্থানে, পয়েন্ট টেবিলের তলানিতে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর