Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১২ জানুয়ারি, ২০১৯ ১০:৫২
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৯ ১৫:৫২

সিলেট পর্বে বিপিএলে ফিরছেন স্মিথ!

অনলাইন ডেস্ক

সিলেট পর্বে বিপিএলে ফিরছেন স্মিথ!

বিপিএলে প্রথমবারের মতো খেলতে আসা স্টিভেন স্মিথ কনুইয়ের চোট নিয়েই এসেছিলেন ঢাকায়। ব্যাটিংয়ে তেমন সমস্যা না হলেও ফিল্ডিংয়ে বল থ্রোতে সমস্যা হচ্ছিলো তার। ইতোমধ্যে নিজ দেশ অস্ট্রেলিয়াতে ফিরেছেন তিনি।

তবে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুটি ম্যাচ পরেই আবার বিপিএল খেলতে বাংলাদেশে আসছেন এই তারকা ব্যাটসম্যান। এই সপ্তাহেই তার ফিরে আসার কথা রয়েছে।

এ ব্যাপারে কুমিল্লার মিডিয়া ম্যানেজার সোহানুজ্জামান খান ক্রিকইনফোকে বলেন, ‘সে ফেরার জন্য বেশ ইতিবাচক। সিলেট পর্বে সম্ভাব্য তিনি ফিরতে পারেন। অস্ট্রেলিয়াতে সে এমআরআই করাবে, এটি বাংলাদেশে নেই এবং এ ব্যাপারে সে আমাদের অবিহিত করেছে।’

স্মিথের চোট পাওয়ার পর কুমিল্লার খেলাগুলো হচ্ছে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে যথাক্রমে ১১ ও ১৩ জানুয়ারি। রাজশাহীর বিপক্ষে ইতোমধ্যে খেলে জয় পেয়েছে কুমিল্লা। আগামী ১৫ জানুয়ারি থেকে সিলেট পর্ব শুরু হবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য