৩১ জানুয়ারি, ২০১৯ ০৮:৪১

শেষ চারে কি খেলতে পারবে ঢাকা ডায়নামাইটস?

ক্রীড়া প্রতিবেদক

শেষ চারে কি খেলতে পারবে ঢাকা ডায়নামাইটস?

ফাইল ছবি

চিটাগং ভাইকিংসের কাছে হেরে বিপিএল সিক্সে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে ঢাকা ডায়নামাইটস। তবে এখনো শেষ চারে খেলতে পারার সুযোগ আছে তাদের। গতকাল বুধবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে সে কথাই বলে গেলেন দলের দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার অ্যান্ড্রু বির্চ। 

তিনি বলেন, ‘আমরা হতাশাজনকভাবেই হেরে গেছি। ১৭৫ রান চেজ করার মতোই ছিল। কিন্তু আমরা পরিকল্পনা মতো খেলতে পারিনি। শুরুতেই উইকেট হারানোয় চাপে পড়ে যাই।’ 

কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার ভয়টা ঢাকার মধ্যে নেই বলেও দৃঢ়ভাবে জানিয়ে গেলেন তিনি। বির্চ বলেন, ‘আমাদের এখনো দুটো ম্যাচ বাকি। ওই দুটো জিতেই কোয়ালিফাই করতে চাই আমরা।’ 

ঢাকা ডায়নামাইটসের পরের ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানসের সঙ্গে। মিরপুরের শেষ দুটো ম্যাচ খেলবেন সাকিব আল হাসানরা। ১০ পয়েন্ট সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস ১০ ম্যাচে। এখন দেখার বিষয়, গতবারের রানার্সআপরা এবার শেষ চারে খেলতে পারে কি না!


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

সর্বশেষ খবর