১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৪৯

ঢাকার সামনে ১২৮ রানের টার্গেট দিল কুমিল্লা

অনলাইন প্রতিবেদক

ঢাকার সামনে ১২৮ রানের টার্গেট দিল কুমিল্লা

ফাইল ছবি

চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঢাকায় শেষ পর্বের প্রথম ম্যাচে শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস। এ দিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান।

শুরুতেই উরন্ত সূচনা করলেও ডায়নামাইটস বোলার তোপের মুখে পড়েন ভিক্টোরিয়ানসরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তামিম ইকবালের দল। শেষ পর্যন্ত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ফেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সংগ্রহ করে ১২৭ রান।

কুমিল্লার পক্ষে তামিম ইকবাল করেন সর্বোচ্চ ৩৮ রান। এছাড়া শহিদ আফ্রিদি ১৮ রান, মেহেদি হাসান ২৯ রান ও ওয়াহাব রিয়াজ করেন ১৬ রান।

ঢাকার পক্ষে রুবেল হোসেন নেন ৪ উইকেট। সুনীল নারাইন ও সাকিব আল হাসান ২ উইকেট নেন। আর শুভাগত হোম নেন ১টি উইকেট।  

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

সর্বশেষ খবর