৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৫০

সাকিব-রাসেলের জ্বলে ওঠার অপেক্ষায় ঢাকা

অনলাইন ডেস্ক

সাকিব-রাসেলের জ্বলে ওঠার অপেক্ষায় ঢাকা

সংগৃহীত ছবি

বিপিএলের ষষ্ঠ আসরে দারুণ শুরুর পরও শেষ চারের টিকিট নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ২০১৭ সালের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে। গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে ঢাকা। প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। এলিমিনেটর এ ম্যাচে যারা হারবে তারাই বিদায় নেবে বিপিএল থেকে।

মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানের থেকে পারফরম্যান্স চান কোচ খালেদ মাহমুদ সুজন। শুধু সাকিব না আন্দ্রে রাসেলের জ্বলে উঠার অপেক্ষায় সুজন।

তিনি বলেন, ‘‘আমরা সাকিবের কাছ থেকে রান পাইনি কয়েকটি ম্যাচে। চাপের মধ্যে ছিলাম! সাকিব তো বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। আশা করি অধিনায়ক সামনে থেকেই নেতৃত্ব দেবে। আন্দ্রে রাসেল এমন একজন ক্রিকেটার যে কিনা একাই ম্যাচ জিতিয়ে দেয়ার সামর্থ্য রাখে। ওরা হয়তো এই সময়েই জ্বলে উঠবে।’’

সুজন আরও বলেন, ‘‘এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। নকআউট পর্ব এটা। আপনি জিতলে থাকবেন, হেরে গেলে বিদায় নিতে হবে। আমরা এর আগে চিটাগাংয়ের বিপক্ষে হেরেছিলাম লিগের ম্যাচে। তবে কালকে একটি নতুন দিন। আমরা খুব কাছে গিয়ে তাদের সাথে হেরেছি। ওদের কাছে আমরা দুইবার হেরেছি সুতরাং অবশ্যই আমরা আন্ডারডগ।’’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর