৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:০৯

এলিমিনেটর ম্যাচে ঢাকার টার্গেট ১৩৬

অনলাইন ডেস্ক

এলিমিনেটর ম্যাচে ঢাকার টার্গেট ১৩৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৫ রান করে চিটাগং। অর্থাৎ, মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের জন্য ঢাকার টার্গেট ১৩৬ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১টা ৩০ মিনিটে। গ্রুপ পর্বে এই দু'দল পরস্পরের মুখোমুখি হয় দুবার। দুটি ম্যাচেই জয় পায় চিটাগং।

চিটাগং ভাইকিংস একাদশ:
ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, দাসুন শানাকা, হারদুস ভিলজোন, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ।

ঢাকা ডায়নামাইটস একাদশ: 
উপুল থারাঙ্গা, সুনীল নারাইন, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, রনি তালুকদার, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, মাহমুদুল হাসান, রুবেল হোসেন ও কাজী অনিক।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর