৪ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:১৭

কুমিল্লাকে ১৬৬ রানের টার্গেট দিল রংপুর

অনলাইন ডেস্ক

কুমিল্লাকে ১৬৬ রানের টার্গেট দিল রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসরের প্লে অফ পর্বে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৬৬ রানের টার্গেট দিয়েছে রংপুর। বেনি হাওয়েলের হাফসেঞ্চুরি ও রাইলে রুশোর অসাধারণ ব্যাটিংয়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করে রংপুর। কন্ডিশন বিবেচনায় বড় স্কোরের সামনে কুমিল্লা।

রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক মাশরাফি। 

শুরুতেই ওপেনার মেহেদী মারুফ ফিরে যান মাত্র ১ রানে। এরপর ক্রিস গেইল খেলতে থাকেন ধীর গতিতে। মোহাম্মদ মিঠুনও ব্যর্থ হন। তিনি রান আউট হয়ে ফেরেন মাত্র ৩ রানে। এরপর দারুণ ফর্মে থাকা রাইলি রুশো ক্রিজে আসেন।

খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করেন ক্রিস গেইল। এরপর ৪৬ রানের সময় স্কয়ার লেগে গেইলের সহজ ক্যাচ ছেড়ে দেন মাহাদী হাসান। পরের ওভারে ক্যাচ দিয়ে ফিরেন গেইল। লং অনে থিসারা পেরেরা লুফে নেন গেইলের ক্যাচ।

শেষ পাঁচ ওভারে ৭৪ রান তোলেন রুশো-হাওয়েল জুটি। আর তাতেই ১৬৫ রানের সংগ্রহ পেয়ে যায় রংপুর। ৪১ বলে ৪৪ রানে রুশো ফিরে গেলও ২৮ বলে অর্ধশতক তুলে অপরাজিত থাকেন বেনি হাওয়েল।

রংপুর রাইডার্স একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, সোহাগ গাজী, ক্রিস গেইল, রবি বোপারা, রাইলে রুশো, বেনি হাওয়েল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হক (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফুদ্দিন, সঞ্জিত সাহা, শামসুর রহমান, মাহেদি হাসান, ওহাব রিয়াজ, এভিন লুইস, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা।

বিডি প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

সর্বশেষ খবর