৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:২৫

ফাইনালে উঠার লড়াইয়ে ব্যাটিংয়ে রংপুর

অনলাইন প্রতিবেদক

ফাইনালে উঠার লড়াইয়ে ব্যাটিংয়ে রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ডায়নামাইটসে বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স। ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান প্রথম টস জিতে প্রতিপক্ষ রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

এ ম্যাচে যারা জিতবে, তারাই ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোকাবেলা করবে। বুধবার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়। 

রাউন্ড রবিন লিগ পর্বে দুইবারের দেখায় একবার ঢাকা আরেকবার জয় পেয়েছিল রংপুর। লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটানস ও চিটাগংয়ের বিপক্ষে জয় নিয়ে ছন্দে থাকা ঢাকা দল এদিন কোনো পরিবর্তন আনেনি।

অন্যদিকে কুমিল্লার বিপক্ষে হারের পর রংপুর দুই পরিবর্তন এনেছে দলে। মেহেদী মারুফ, সোহাগ গাজীর বদলে নাদিফ চৌধুরী ও নাজমুল ইসলাম অপুকে দলে নিয়েছে রাইডার্সরা।

ঢাকা ডায়নামাইটস
সুনীল নারিন, উপল থারাঙ্গা, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কাজী অনিক।

রংপুর রাইডার্স
ক্রিস গেইল, নাদিফ চৌধুরী, মোহাম্মদ মিথুন, রবি বোপারা, রিলে রুশো, বেনি হাওয়েল, নাহিদুল ইসলাম, মাশারফি বিন মুর্তজা (অধিনায়ক), শফিউল ইসলাম, ফরহাদ রেজা ও নাজমুল ইসলাম অপু।

বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

সর্বশেষ খবর