শিরোনাম
৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০৫:৩৬

ঢাকাকেই এগিয়ে রাখছেন কুমিল্লার কোচ

অনলাইন ডেস্ক

ঢাকাকেই এগিয়ে রাখছেন কুমিল্লার কোচ

বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে শুক্রবার মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলেরই বিপিএল ফাইনাল খেলা অভিজ্ঞতা রয়েছে। ছয় আসরে পাঁচ আসরেই ফাইনাল খেলেছে ঢাকা। অন্যদিকে, মাত্র একবার ফাইনাল খেলার অভিজ্ঞতা কুমিল্লার। সে ম্যাচেরও অনেকেই নেই এবার দলে। তাই কুমিল্লা ভিক্টোয়িান্সের কোচ সালাউদ্দিন ঢাকা ডায়মাইটসকে এগিয়ে রাখছেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন বলেন, ‘আপনি যতই বলেন চাপ নেবো না, সবকছিু ঠিক আছে। এটা কখনোই ঠিক থাকে না। মাঠে প্রবেশ করলেই সবকিছুই পরিবর্তন হয়ে যায়। ঢাকার অনেকগুলো ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। আমাদের নেই। ঢাকা জানে কিভাবে চাপ সামাল দিতে হয়। এখানেই তাদের সাথে আমাদের পার্থক্য। আমাদের দলের বেশিরভাগ খেলোযাড়ই তরুণ। তবে তাদের মাঠে যুদ্ধ করার মানসিকতা রয়েছে।’

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনাল ম্যাচটি শুরু হবে শুক্রবার সন্ধ্যা ৭টায়। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর