৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:০৬

ফাইনালে ঢাকা-কুমিল্লার একাদশ

অনলাইন ডেস্ক

ফাইনালে ঢাকা-কুমিল্লার একাদশ

বিপিএলের শিরোপা জয়ের লড়াইয়ে টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার সন্ধ্যা ৭টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। 

ভারসাম্যপূর্ণ দুই দলই বোলিং, ব্যাটিং, ফিল্ডিং -তিন বিভাগেই সেরা। এই দুই দলেই সবচেয়ে বেশি অলরাউন্ডার। 

ঢাকা ডায়নামাইটসের একাদশ
সুনীল নারাইন, উপুল থারাঙ্গা, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাজী অনিক, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, নুরুল হাসান (উইকেটরক্ষক), রুবেল হোসেন ও মাহমুদুল হাসান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ
তামিম ইকবাল, এভিন লুইস, আনামুল হক (উইকেটরক্ষক), শামসুর রহমান, ইমরুল কায়েস (অধিনায়ক), থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, ওয়াহাব রিয়াজ ও সঞ্জিত সাহা।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর