৮ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:১৫

তামিম ঝড়ে বড় সংগ্রহের পথে কুমিল্লা

অনলাইন ডেস্ক

তামিম ঝড়ে বড় সংগ্রহের পথে কুমিল্লা

ফাইল ছবি

ইনিংসের শুরুতেই ইনফর্ম ব্যাটসম্যান এভিন লুইসকে হারানোর চাপ সরিয়ে বিপিএলের ফাইনালে ঝড়ো ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই এভিন লুইসকে হারানোর পর বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের ব্যাটে এগুতে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু সাকিব আল হাসানের বলে বিজয় (২৪) আউট হলে ঝড়ো অর্ধশতক তুলে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন তামিম।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান। টাইগার ড্যাসিং ওপেনার তামিম ইকবাল ৯২ রানে অপরাজিত আছেন। 

এর আগে, শুক্রবার সন্ধ্যা ৭টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়ায় বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল। এতে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে প্রতিপক্ষ কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। 

ব্যাটিংয়ে নেমে শুরুতেই এভিন লুইসকে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাকে এলবিডব্লিওয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান টাইগার গতি তারকা রুবেল হোসেন। 

ওপেনিংয়ে নেমে আউট হওয়ার আগে ৭ বলে ১ বাউন্ডারিতে ৬ রান করেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান এভিন লুইস। বিজয় আউট হন ২৪ রানে। এছাড়া শামসুর রহমান ০ রানেই রান আউটে কাটা পড়েন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর