৮ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:২২

তামিমের দুর্দান্ত সেঞ্চুরি

অনলাইন ডেস্ক

তামিমের দুর্দান্ত সেঞ্চুরি

ছবি- রোহেত রাজীব

বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। 

শুক্রবার সন্ধ্যা ৭টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার পক্ষে এই সেঞ্চুরি তুলে নেন তিনি। 

ফাইনালের জন্য যেন সেরাটা তুলে রেখেছিলেন তামিম ইকবাল। শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত সাকিব-রাসেল-রুবেলদের ওপর স্টিম রোলার চালিয়ে তুলে নিলেন ঝড়ো সেঞ্চুরি। বিপিএল ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়লেন ড্যাশিং ওপেনার। তার টর্নেডো ইনিংসে রানের পাহাড় গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ঢাকা ডায়নামাইাটসকে ২০০ রানের টার্গেট দিল ইমরুল বাহিনী।

দেশসেরা ওপেনার তামিম ইকবাল মাত্র ৫০ বলে সেঞ্চুরি তুলে নেন। সেঞ্চুরি করার পর ব্যাট হাতে ঢাকার বোলারদের কচুকাটা করে মাত্র ৬১ বলে ১৪১ রান করে অপরাজিত থাকেন তিনি। যা বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। 

বিপিএলে তামিমের চেয়ে বড় ইনিংস খেলেছে কেবল ক্রিস গেইল। গত আসরে রংপুরের পক্ষে ১৪৬ রান করেছিলেন এই ক্যারিবীয় দানব।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর