Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ অক্টোবর, ২০১৯ ০৯:৫৮
আপডেট : ২২ অক্টোবর, ২০১৯ ১৪:৪৯

রণবীরের অজানা তথ্য ফাঁস করলেন ছোটবেলার বান্ধবী!

অনলাইন ডেস্ক

রণবীরের অজানা তথ্য ফাঁস করলেন ছোটবেলার বান্ধবী!
ফাইল ছবি

বলিউড ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার পর থেকেই পেছনে তাকাতে হয়নি রণবীর সিংকে। হিটের পর হিট, দীপিকার সঙ্গে স্বপ্নের মতো বিয়ে, বেশ কয়েকটা নামি-দামী অ্যাওয়ার্ড – মিলেছে সবই। কিন্তু ছোটবেলায় ঠিক কেমন ছিলেন ‘বাজিরাও’? জানালেন রণবীরের বহু পুরনো বন্ধু, সেলিব্রিটি ডিজাইনার সিমন খামবাট্টা।

এক সাক্ষাৎকারে সিমন বলেন, “রণবীরের সঙ্গে আমার বন্ধুত্বটা আজকের নয়, বেশ পুরনো। ছোটবেলা থেকেই জানতাম একদিন না একদিন ও বিশাল বড় স্টার হবে। সেই ছোট থেকেই ওর ‘সোয়াগ’ই আলাদা।”

জন্মদিন কীভাবে পালন করতেন তিনি রণবীর? রংবেরং'র পোশাক পরে জন্মদিনে চুটিয়ে নাকি গোবিন্দার সিনেমার গানের সঙ্গেই জমিয়ে নাচতেন অভিনেতা।
 
রণবীরের ড্রেসিং স্টাইল যে বরাবরই অন্যরকম, তা বোধহয় তার সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই বোঝা যায়। ছোটবেলাতেও এমনটাই ছিলেন তিনি।

সিমনের সঙ্গে রণবীরের বন্ধুত্ব সেই ১১ বছর বয়স থেকে। সিমনের ‘ওয়েডিং কালেকশন’র অনুষ্ঠানেও রণবীরই ছিলেন শোস্টপার। কেমন লাগল ‘ডিজাইনার’ সিমনের সঙ্গে কাজ করে? রণবীর জানালেন, “প্রিয় বন্ধুদের মধ্যে ও অন্যতম। ওর ক্রিয়েটিভিতে আমি মুগ্ধ। ওর সাফল্যের ভাগীদার হতে পেরে আমি খুশি এবং একই সঙ্গে গর্বিত।”

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য