১১ নভেম্বর, ২০১৯ ১৬:৫৯

ইবিতে 'তবু তো ফাগুন আসে' কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইবিতে 'তবু তো ফাগুন আসে' কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী মুর্তজা আলীর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তবু তো ফাগুন আসে’ এর মোড়ক উম্মোচন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে কাব্যগ্রন্থটির মোড়ক উম্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন প্রমুখ।

কবি মুন্সী মুর্তজা আলী বলেন, ফুল, দেশ, নদী, পাখি, জাগরণ ও প্রেম-ভালবাসা এসব বিষয়ে লেখা কবিতা নিয়ে ‘তবু তো ফাগুন আসে’ আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। আশা করি এ কাব্যগ্রন্থটি পাঠক সমাজের কাছে সমাদৃত হবে। 

কবি মুন্সী মুর্তজা আলীর প্রথম কাব্য গ্রন্থ ‘মোহন জলের জালে’। ‘তবু তো ফাগুন আসে’ কাব্যগ্রন্থটি কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থে মোট ৫২টি কবিতা স্থান পেয়েছে। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর