৬ জুন, ২০২৩ ১৮:৩১

গুচ্ছের বিজ্ঞান অনুষদের ফল প্রকাশ আজ রাতে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

গুচ্ছের বিজ্ঞান অনুষদের ফল প্রকাশ আজ রাতে

ফাইল ছবি

সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছ ভুক্ত ২২ টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা। গত শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্র এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যার ফলাফল আজ রাত সাড়ে আটটায় প্রকাশ করা হবে।

মঙ্গলবার বিকেলে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহবায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফরিদ উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানান।

তিনি আরও জানান, বিজ্ঞান অনুষদের হাজার ৮৭৫টি আসনের বিপরীতে সারাদেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১লাখ ৫৭ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। 

ভর্তি পরীক্ষার সব তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) পাওয়া যাবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর