রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্রে ‘মানসিক স্বাস্থ্য একটি সার্বজনীন অধিকার’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়।
স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক ড. কাজী ইমরুল কায়েসের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান, মূখ্য আলোচক রাজশাহী মেডিকেল মনোচিকিৎসক ডা. কবিরুজ্জামান চৌধুরী (সৈকত) প্রমূখ।
মনোচিকিৎসক ডা. মো. রাকিবুজ্জামান চৌধুরী (সৈকত) বলেন, বিশ্বে প্রতি ৮ জনে ১ জন মানুষ মানসিক সমস্যায় ভুগছে। মানিসক সুস্থতা ছাড়া একজন মানুষ পূর্ণ সুস্থ নয়। ব্যক্তি বা সমাজের সুদূরপ্রসারী উন্নয়নে মানসিক সুস্বাস্থ্য অবশ্যই প্রয়োজন। জীবনযাত্রার মান, পরিবেশ দূষণ, অনিয়ন্ত্রিত অনলাইন আসক্তি ইত্যাদি কারণে এ সমস্যা বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে সকলের সচেতনতা বৃদ্ধি জরুরি। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে মানসিক স্বাস্থ্য সুরক্ষার অধিকার নিশ্চিত করতে হবে।অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, মানুষের মধ্যে পরম সহিষ্ণুতা ক্রমাগত কমে যাচ্ছে। জনসাধারণের মতো শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও উগ্রতা বাড়ছে। তাই পরস্পরকে সহ্য করার মানসিকতা বৃদ্ধি করতে হবে। এই মানসিক স্বাস্থ্যকেন্দ্র শিক্ষক শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবায় খুবই ভাল ভূমিকা রাখছে। সংশ্লিষ্টদের এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এ সময় জীববিজ্ঞান অনুষদ অধিকর্তা অধ্যাপক মো. শহিদুল আলম, স্বাস্থ্য কেন্দ্রের সাবেক পরিচালক অধ্যাপক আনোয়ারুল হাসান সুফি, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল