ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘প্রযুক্তি দিয়ে গড়ব দেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ’ স্লোগানে ডুয়েট ডে- ২০২৪ উদযাপিত হয়েছে। রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, কেক কাটা এবং পায়রা উড়িয়ে এ দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত) মো. আরেফিন কাওসার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শওকত ওসমান। আরও বক্তব্য দেন ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষা ও গবেষণার মাধ্যমে ডুয়েটকে এগিয়ে নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা শেষে অতিথিরা ডুয়েটের বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন। দিবসটি উপলক্ষে ছাত্র-শিক্ষক এবং ছাত্র-কর্মকর্তাদের মধ্যে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল