নর্থ-সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের উদ্যোগে যাত্রা শুরু করেছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজরি বোর্ড। সোমবার বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবনের সিন্ডিকেট হলে এ বোর্ডের উদ্বোধন করা হয়। এসময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ।
ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজরি বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন-বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের টেকনিক্যাল অপারেশনসের মো. নওয়াবুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ ডিরেক্টর মার্কেটিং এহসান আজিজ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর রাহাত উজ-জামান, এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ইখতিয়ার হোসেন, রেনাটা পিএলসির চিফ মার্কেটিং অফিসার মো. তানবীর সজিব, এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং অপারেশনসের ডিরেক্টর মো. মুহসিন মিয়া, বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এসএম মাহমুদুল হক পল্লব, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিরেক্টর-অপারেশনস মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর প্রফেসর ডা. এম. এস. আরফিন, এভারকেয়ার হাসপাতাল লিমিটেডের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ এবং স্কয়ার হাসপাতাল লিমিটেডের অ্যাসোসিয়েট ডিরেক্টর প্রফেসর ডা. জাহিদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার বলেন, এই বোর্ডের মাধ্যমে শিক্ষা ও ওষুধ শিল্পের মধ্যে সহযোগিতার এক নতুন অধ্যায় সূচনা হয়েছে। যা বাংলাদেশের ক্রমবর্ধমান ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি কারিকুলামকে সমৃদ্ধ করবে, যৌথ গবেষণাকে উৎসাহিত করবে, শিল্পের সাথে আরও মজবুত অংশীদারিত্ব গড়ে তুলবে এবং সর্বোপরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুর রব খান, স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন ড. দীপক কুমার মিত্র প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই