বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে প্রশাসনিক কার্যক্রমের শাট ডাউন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এক দফা দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন শেষে এ ঘোষণা দেয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদুল ইসলাম শাহেদ বলেন, উপাচার্য ড. শুচিতা শরমিনে পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাট ডাউন ঘোষণা দেয়া হয়েছে। যাদের ক্লাস ও পরীক্ষা চলছে, সেই দিক বিবেচনা করে একাডেমিক কার্যক্রম চলবে। এরমধ্যে যদি উপাচার্য পদত্যাগ না করে তাহলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে।
এ বিষয়ে জানার জন্য উপাচার্য ড. শুচিতা শরমিনকে কল করা হলে তিনি রিসিভ করেননি।
বিডি প্রতিদিন/হিমেল