ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘আর্ট ফর ইক্যুয়ালিটি’ শিরোনামের শিল্প কর্মশালা। এতে নয়টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিল্পীরা অংশগ্রহণ করেছেন।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে দুইদিনব্যাপী এই ‘আর্ট ফর ইক্যুয়ালিটি’ কর্মশালা শুরু হয়। এটি শনিবার সন্ধ্যায় শেষ হবে।
কর্মশালাটি নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ বাস্তবায়নে চার বছর মেয়াদী ‘সমতায় তারুণ্য – ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা। বিশেষ অতিথি ছিলেন মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক ও জগন্নাথ হলের প্রোভোস্ট দেবাশীষ পাল, ওরিয়েন্টাল আর্ট বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার, চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ভাস্কর্য বিভাগের অধ্যাপক এ এ এম কাওসার হাসান, এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাত সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও কর্মশালার কিউরেটর ড. শেখ মনির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কর্মশালার উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন সহকারি অধ্যাপক ও কো-কিউরেটর সঞ্জয় কুমার দে।
প্রধান অতিথি অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশের বেশি নারী। তবে বাংলাদেশে সামগ্রিকভাবে উচ্চ শিক্ষায় নারীরা এখনো পিছিয়ে। এখানে অংশগ্রহণকারীরা ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন।
ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ এ এম কাওসার হাসান বলেন, শিল্পীরা কোনো দলের নয়; তারা সকলের। শিল্পীরা বৈষম্যহীনতার অগ্রসৈনিক এবং তাদের শিল্পকর্ম সমাজ পরিবর্তনের হাতিয়ার।
কিউরেটর ড. শেখ মনির উদ্দিন বলেন, কর্মশালায় নয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সংযুক্ত রয়েছেন। ভিন্ন ভিন্ন কনসেপ্ট থেকে সৃষ্ট শিল্পকর্ম বিশ্ববাসীর কাছে পৌঁছাবে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাত সুলতানা বলেন, ছবি মৌখিক বা লিখিত ভাষারও উপরে। ভাষা যা পারেনা, ছবি তা করতে পারে। আপনারা রংতুলিকে জীবনবোধের গান হিসেবে ব্যবহার করুন।
কর্মশালায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, ঢাকা আর্ট কলেজ, নারায়ণগঞ্জ ফাইন আর্ট ইনস্টিটিউট এবং যশোর এস এম সুলতান আর্ট কলেজ।
নভেম্বরের ২৫-২৬ তারিখে চারুকলার জয়নুল গ্যালারীতে এই কর্মশালার চিত্রকর্ম প্রদর্শনী হবে। প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের সনদ প্রদান ও সেরা দশজন শিল্পীকে সম্মাননা দেওয়া হবে। এছাড়া ২৬ নভেম্বর বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী তিনটি বিষয়ভিত্তিক সেমিনার আয়োজন করা হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল